সফর ১৪৩৯ || নভেম্বর ২০১৭

মুহাম্মাদ মাহদী হাসান - রায়পুর, লক্ষ্মীপুর

৪২৩১. প্রশ্ন

আমাদের গ্রামের মসজিদের আর্থিক প্রয়োজন পূরণের জন্য বেশ কিছু ওয়াক্ফকৃত জমি আছে। এতে চাষাবাদ হয় এবং ভালো ফলন হয়। মসজিদ কমিটির একজন প্রভাবশালী সদস্য  (সেক্রেটারী) এই ওয়াক্ফকৃত জমির একটি অংশ মুতাওয়াল্লীকে না জানিয়ে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। ক্রেতা এই জায়গাটিকে পারিবারিক কবরস্থান বানিয়েছে। তবে এতে এখনো কোনো মুর্দা দাফন করা হয়নি। বিনিময় হিসেবে সে অন্যত্র সমপরিমাণ জায়গা ও কিছু নগদ টাকা দিয়েছে। জানার বিষয় হল, এই বিক্রি সহীহ হয়েছে কি না? সহীহ না হলে এখন কী করণীয়? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
 

উত্তর

অনাবাদ বা বেদখল হয়ে যাওয়ার আশংকা না হলে ওয়াক্ফকৃত সম্পত্তি বিক্রি করা শরীয়তসম্মত নয়। সেক্রেটারী বা মুতাওয়াল্লী কারোই এমন অধিকার নেই।

প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের জমি বিক্রি করা জায়েয হয়নি। কারণ প্রশ্নকারীর মৌখিক বর্ণনায় জানা গেছে যে, মসজিদের নিকটস্থ জমি বদল করেই দূরের জমি কেনা হয়েছে।

সুতরাং মুতাওয়াল্লী, মসজিদ কমিটি ও মুসল্লীদের দায়িত্ব হল, উক্ত জায়গার বিক্রয়চুক্তি বাতিল করে তা মসজিদের মালিকানায় পুনর্বহাল করা।

Ñসহীহ বুখারী, হাদীস ২৭৬৪; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৫; আলবাহরুর রায়েক ৫/২০৭; আলইসআফ পৃ. ৩২; রদ্দুল মুহতার ৪/৩৫১, ৩৮৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন