সফর ১৪৩৯ || নভেম্বর ২০১৭

নাফিসা জুয়াইরিয়া - যাত্রবাড়ি, ঢাকা

৪২২০. প্রশ্ন

কোনো ব্যক্তির উপর হজ¦ ফরয হওয়ার পর সে তা আদায় করল না। এভাবে বিলম্ব করার পর একসময় তার সম্পদ খরচ হয়ে গেল। এবং তার ঐ পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকল না, যা দ্বারা তার উপর হজ¦ ফরয হয়। এমতাবস্থায় তার করণীয় কী?

 

উত্তর

হজ¦ ফরয হওয়ার পর তা আদায় করার আগেই সম্পদ অন্য কোনো খাতে ব্যয় হয়ে গেলেও সে ব্যক্তির যিম্মায় হজ¦ বাকি থেকে যায়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব হজ্বের জন্য টাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত সামর্থ্য ফিরে না পায় তাহলে অসিয়ত করে যাবে যেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তির একতৃতীয়াংশ থেকে বদলি হজ¦ আদায় করা হয়।

উল্লেখ্য, হজ¦ ফরয হয়ে যাওয়ার পর তা আদায়ে বিলম্ব করা কিছুতেই উচিত নয়। বরং সম্ভাব্য দ্রুততম সময়ে তা আদায় করে নেয়া আবশ্যক।

Ñফাতহুল কাদীর ২/৩২০; আততাজনীস ওয়াল মাযীদ ২/৪৬৩; আলবাহরুর রায়েক ২/৩১৪; ইমদাদুল আহকাম ২/১৫৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন