রবিউল আউয়াল ১৪৩৯ || ডিসেম্বর ২০১৭

ঈসা আবদুল্লাহ - নেত্রকোণা

৪২৭৪. প্রশ্ন

আমার একটি ব্যবহৃত ল্যাপটপ আমার এক প্রতিবেশীর নিকট ৪০,০০০/- টাকায় বিক্রি করেছিলাম। তিনি ২০,০০০/- টাকা নগদ দিয়েছেন। আর বাকি ২০,০০০/- টাকা পরিশোধের জন্য দুই মাস সময় নিয়েছেন। কিন্তু দুই মাসে মাত্র ১৪,০০০/- টাকা পরিশোধ করতে পেরেছেন এবং এক মাস সময় চেয়ে নিয়েছেন। ঘটনাক্রমে সেই মাসেই পারিবারিক কলহের মামলায় আসামী হয়ে আত্মগোপন করেন। এর কিছুদিন পর আমার সাথে ফোনে যোগাযোগ করে বলেন যে, আমি বাকি ছয় হাজার টাকা মনে হয় পরিশোধ করতে পারব না। তুমি চাইলে ল্যাপটপটি ৩০,০০০/- টাকায় কিনে নিতে পারো এবং তোমাকে পরিশোধ করা ৩৪,০০০/- টাকার মধ্যে ৪০০০/- টাকা রেখে বাকি ৩০,০০০/- টাকা আমার স্ত্রীর নিকট পৌঁছে দিও। ল্যাপটপটি আমার বাড়িতেই রাখা আছে। জানার বিষয় হল, আমি কি আমার ল্যাপটপটি তার নিকট হতে পুনরায় ক্রয় করতে পারব?

 

উত্তর

ল্যাপটপটির আংশিক মূল্য যেহেতু বাকি আছে তাই এ অবস্থায় বিক্রিত মূল্যের চেয়ে কমদামে আপনার জন্য ল্যাপটপটি ক্রয় করা জায়েয হবে না। লোকটি বাকি টাকা পরিশোধে অক্ষম হলে এবং আপনি ল্যাপটপ নিতে চাইলে গৃহিত পূর্ণ মূল্য ফেরৎ দিয়ে তা নিতে পারবেন।

-মুসান্নাফে আবদুর রায্যাক, হাদীস ১৪৮১২; আলমুহীতুল বুরহানী ৯/৩৮১; বাদায়েউস সনায়ে ৪/৪২৬; ফাতহুল কাদীর ৬/৬৮; আলবাহরুর রায়েক ৬/৮৩; রদ্দুল মুহতার ৫/৭৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন