রবিউল আউয়াল ১৪৩৯ || ডিসেম্বর ২০১৭

রুম্মান - ভোলা

৪২৬১. প্রশ্ন

ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় শুধু سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলবে নাকি তার পর رَبّنَا لَكَ الحَمْدُ -ও বলবে?

 

উত্তর

বিশুদ্ধ মত অনুযায়ী ইমামের জন্য রুকু থেকে উঠার সময় سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলার পর رَبّنَا لَكَ الحَمْدُ বলা উত্তম।

-সহীহ বুখারী, হাদীস ৭৯৫; শরহু মাআনিল আসার ১/১৭২; শরহুল মুনয়া পৃ. ৩১৯; আসসিআয়া ২/১৮৭; রদ্দুল মুহতার ১/৪৭৭; ই‘লাউস সুনান ৩/১৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন