জুমাদাল উলা ১৪৩৯ || ফেব্রুয়ারি ২০১৮

ইসমাঈল হক - লালমনিরহাট

৪৩৫৬. প্রশ্ন

বাজারে আমার মুদী ও কাপড়ের ব্যবসা আছে। আমার এক আত্মীয় গত এক মাস আগে বিদেশ যাওয়ার সময় আমাকে দুই লাখ টাকা দেয়- আমার ব্যবসাতে লাভ-লস সমান অংশীদারীর ভিত্তিতে খাটানোর জন্য।

কিন্তু আমার উক্ত ব্যবসাদুটির বর্তমান অবস্থার ভিত্তিতে আরো পুঁজি বিনিয়োগ করা উচিত হবে বলে মনে হয় না। তাই আমি চাচ্ছিলাম আমার ঐ আত্মীয়কে না জানিয়ে তার টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষাবাদ করার জন্য। অতপর ফসল মাড়াই করে বিক্রি করে লাভ-লস বণ্টন করার জন্য। আর সে তো লাভের জন্যই দিয়েছে।

জানতে চাচ্ছি, এভাবে টাকা খাটানোতে কোনো সমস্যা আছে কি?

 

উত্তর

না, মালিককে না জানিয়ে ঐ টাকা ভিন্ন খাতে বিনিয়োগ করা জায়েয হবে না। কারণ প্রশ্নের বর্ণনামতে তিনি টাকা দিয়েছেন আপনার বর্তমান মুদী ও কাপড়ের ব্যবসায় বিনিয়োগের জন্য। জমি ভাড়া নিয়ে চাষাবাদ করার জন্য নয়। তবে লোকটি অনুমতি দিলে তার টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে উক্ত ব্যবসা করতে পারবেন। অতপর যা লাভ হবে তা উভয়ের মাঝে চুক্তি অনুযায়ী বণ্টিত হবে।

-শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসী ৪/৩৪৩; কুররাতু উয়ূনিল আখয়ার ৮/২৮৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন