জুমাদাল উলা ১৪৩৯ || ফেব্রুয়ারি ২০১৮

ফাহীম সিদ্দীক - বাড্ডা, ঢাকা

৪৩৫৫. প্রশ্ন

আমাদের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য একটি জেনারেটর ভাড়ায় আনা হয়। কথা ছিল, দুপুর থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত জেনারেটর চলবে। কিন্তু সন্ধ্যার একটু পরে জেনারেটরটি নষ্ট হয়ে যায়। তখন আমরা তাড়াহুড়া করে বেশি ভাড়া দিয়ে অন্য একটি জেনারেটর ভাড়া নেই। এখন পূর্বের জেনারেটরের মালিক বলছে, তাকে পূর্ণ ভাড়ার চেয়ে সামান্য কম দিতে। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এক্ষেত্রে তার ভাড়ার হিসাব কীভাবে করতে হবে?

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে পূর্বের জেনারেটরটি যতটুকু সময় ব্যবহার উপযোগী ছিল ততটুকু সময়েরই ভাড়া তার প্রাপ্য। এর অতিরিক্ত ভাড়া দাবি করা তার জন্য বৈধ হবে না।

-আলমুহীতুল বুরহানী ১১/২২৩; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১৩; শরহুল মাজাল্লাহ ২/৫৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন