রজব ১৪৩৮ || এপ্রিল ২০১৭

আম্মার - উত্তরা, ঢাকা

৪০৪৯. প্রশ্ন

আমি আজ এশার নামাযে প্রথম রাকাতে ভুলে ৩ বার সেজদা করেছি। পরে সাহু সেজদা দিয়ে নামায শেষ করেছি। আমার ঐ নামায কি আদায় হয়েছে?

 

 

উত্তর

এক রাকাতে ভুলে ৩ বার সেজদা করার কারণে আপনার উপর সাহু সেজদা করা আবশ্যক হয়েছিল। আপনি যেহেতু তা আদায় করেছেনতাই উক্ত নামায আদায় হয়ে গেছে। 

-মুসান্নাফে আবদুর রায্যাক, হাদীস ৩৫২৪; কিতাবুল আছল ১/২১১; আলমুহীতুল বুরহানী ২/৩০৮; বাদায়েউস সনায়ে ১/৪০১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন