শাবান-রমযান ১৪৩৭ || মে-জুন ২০১৬

নুমান ফরিদ - কিশোরগঞ্জ

৩৭১০. প্রশ্ন

ধুমপান করলে রোযা নষ্ট হবে কী না?

 


উত্তর

জী হাঁরোযা অবস্থায় ইচ্ছাকৃত ধুপমান করলে রোযা নষ্ট হয়ে যাবে। এবং কাযা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। 

- ইমদাদুল ফাত্তাহ পৃ. ৩৮১; রদ্দুল মুহতার ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন