রজব ১৪৩৭ || এপ্রিল ২০১৬

শাব্বীর আহমাদ - ওয়েবসাইট থেকে প্রাপ্ত

৩৬৯৮ . প্রশ্ন

কোনো মুসলমান ব্যক্তি কি কোনো অমুসলিমের ঝুটা খেতে পারবে?


উত্তর

অমুসলিমের ঝুটা নাপাক বা হারাম নয়। তাই প্রয়োজনে অমুসলিমের হালাল খবারের অবশিষ্টাংশ মুসলমানের জন্য খাওয়া বৈধ। অবশ্য কেউ যদি মদ বা নেশাদ্রব্য পান করার পর মুখ পবিত্র না করেই কিছু পানাহার করে তবে তার ঝুটা খাওয়া বা পান করা যাবে না।

Ñআদ্দুররুল মুখতার ১৮২২২; ফাতওয়া খানিয়া ১/১৮; শরহুল মুনইয়া ১৬৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন