রজব ১৪৩৭ || এপ্রিল ২০১৬

মাহমুদুল হাসান - ভালুকা, ময়মনসিংহ

৩৬৫৭. প্রশ্ন

পেশাব করতে গিয়ে চামড়ার মোজার উপর পেশাব লেগেছে। এখন তা ভিজা হাতে মুছে নিলে পবিত্র হয়ে যাবে কি?

 

 

উত্তর

নাভিজা হাতে মুছে নিলে তা পবিত্র হবে না। পবিত্র করতে হলে মোজার উপর ভালোভাবে পানি গড়িয়ে দিতে হবে। তবেই তা পবিত্র হবে।

Ñফাতাওয়া খানিয়া ১/২৫; রদ্দুল মুহতার ১/৩১০, ৩৩৩; হালবাতুল মুজাল্লী ১/৫১১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন