রজব ১৪৩৭ || এপ্রিল ২০১৬

নূরুল হাসান - নেত্রকোণা

৩৬৫৫. প্রশ্ন

আমি গোসল করার জন্য একটি বালতিতে পানি রাখি। কিছুক্ষণ পর এসে তাতে দুটি তেলাপোকা মৃত দেখতে পেয়ে পানিটা ফেলে দিই। এখন জানার বিষয় হল, এ কারণে বালতিতে রাখা পানি নাপাক হয়েছিল কি না?

 


উত্তর

নাপ্রশ্নোক্ত ক্ষেত্রে বালতির পানি নাপাক হয়নি। কারণ তেলাপোকার শরীরে যেহেতু প্রবাহিত রক্ত নেই তাই তা পানিতে পড়ে মারা গেলে পানি নাপাক হবে না।

Ñসুনানে দারাকুতনী ১/৩৭; সুনানে বায়হাকী ১/২৫৩; ফাতহুল কাদীর ১/৭৩; ইলাউস সুনান ১/২৬৮; মাবসূত, সারাখসী ১/৫১; আলবাহরুর রায়েক ১/৮৮; রদ্দুল মুহতার ১/১৮৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন