রবিউল আউয়াল-রবিউল আখির ১৪৩৭ || জানুয়ারি ২০১৬

মুহাম্মাদ সাদেক হোসেন - গাইবান্ধা

৩৫৪৯. প্রশ্ন

 

কয়েকদিন হল, আমার সর্দি লেগেছে। একপর্যায়ে সর্দি ঘন ও শক্ত হয়ে যায়। মাঝেমধ্যে সর্দির সাথে জমাট রক্তও বের হয়। এতে আমার অযু ভাঙ্গবে কি?


 

উত্তর

এভাবে জমাট রক্ত বের হওয়ার দ্বারা অযু ভঙ্গ হয় না। অবশ্য সর্দির সাথে তরল রক্ত গড়িয়ে পড়া পরিমাণ বের হলে অযু নষ্ট হয়ে যাবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; রদ্দুল মুহতার ১/১৩৯, ১৩৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন