রবিউল আওয়াল-১৪৩৩ || ফেব্রুয়ারি-২০১২

মুহাম্মাদ ফাহীম - চান্দগাও, চট্টগ্রাম

প্রশ্ন

 

 

প্রশ্ন : ...। 

 


 

উত্তর

 

آمين، ولك مثل ذلك

আপনার চিঠিতে দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে আপনি সম্ভবত আলিয়া মাদরাসায় পরীক্ষা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছেন। এটা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক। আর সাধারণত যে সকল প্রেরণা থেকে এ কাজ করা হয় তা খুবই নিন্দনীয় ও মারাত্মক। এগুলো থেকে দূরে থাকা অপরিহার্য। 

এ সম্পর্কে আরো কিছু জানার থাকলে জুমাবার ছাড়া অন্য কোনো দিন বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে এই নাম্বারে ফোন করতে পারেন-০১৭১২-৮৪১৮৪৭। 

দ্বিতীয় প্রশ্ন ছিল পত্রিকা পড়া সম্পর্কে। সম্ভবত দৈনিক পত্রিকা ও সাধারণ ম্যাগাজিন বোঝাতে চেয়েছেন। তালিবে ইলমীর যমানায় এইসব থেকে দূরে থাকা ফরয এবং নিঃসন্দেহে ফরয। এ জাতীয় পত্রিকা পড়ার কুফল সম্পর্কে শাইখুল হাদীস যাকারিয়া রাহ.-এর আপবীতীর আলোচনাটি পাঠ করুন।

ইলমী ইসতিদাদ পয়দা হওয়ার জন্য ইনহিমাক ও একাগ্রতার কোনো বিকল্প নেই। মনে রাখবেন, ইনহিমাক, ইখলাস ও ইসতিখলাস ছাড়া তালিবে ইলম তো দূরের কথা,ছাত্রও হওয়া যায় না।

যারা বিভিন্ন যুক্তি ও উপযোগিতার ছূতায় এ জাতীয় পত্র-পত্রিকায় লিপ্ত হয় তাদের কর্তব্য, নিজের তালীমী মুরববীর সাথে পরামর্শ করা। এখানে প্রয়োজনীয় কিছু থাকলে তা অর্জনের এমন কোনো উপায় তাঁরা বলে দেবেন, যা তালিবে ইলমের একাগ্রতা নষ্ট করবে না। 

 

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন