যিলহজ্ব ১৪৩৫ || অক্টোবর ২০১৪

মোহাম্মাদ নাসিমুদ্দিন - লালমাটিয়া

প্রশ্ন

পরসমাচার, আশা করি ভালো আছেন এবং নিয়মিত আলকাউসার প্রকাশ করায় ব্যস্ত আছেন।

আপনার কাছে আমার দুটি আরজ। (ক) আমি জালালাইন জামাতের ছাত্র। ইনশাআল্লাহ আগামী বছর মিশকাত পড়ব এবং হাদীসের কিতাব পড়ব। রাবীদের জীবনী সম্বলিত কয়েকটি আরবী ও বাংলা কিতাবের নাম জানিয়ে কৃতার্থ করবেন।

(খ) অনেকদিন থেকে ‘চুপ থাকা ও নীরবতা পালন করা’ এবং ‘কম হাসা ও বেশি কাঁদা’ সম্পর্কে কয়েকটি বাংলা বা আরবী কিতাব খুঁজছিলাম। কিন্তু আজো পাইনি। তাই এ সম্পর্কে কয়েকটি আরবী বা বাংলা কিতাবের নাম জানিয়ে কৃতার্থ করবেন।

উত্তর

(ক) মেশকাত কিতাবের শেষে সংযুক্ত মুসান্নিফের নিজের লিখিত ‘আলইকমাল ফী আসমাইর রিজাল’ নামক কিতাবটি তো মেশকাত জামাতের প্রত্যেক তালিবে ইলমের পড়া উচিত।

      রাবীদের জীবনী জানার জন্য তো কুতুবু আসমায়ির রিজাল-এর বিশাল সম্ভার রয়েছে। বিস্তারিত ও সংক্ষিপ্ত বিভিন্ন ধরন ও কলেবরের কিতাব রয়েছে। আরবী কিতাবপত্র পাওয়া যায় এমন কোনো লাইব্রেরীতে খোঁজ নিতে পারেন তাহলে সহজেই বেশ কিছু কিতাব সম্পর্কে জানতে পারবেন।

(খ) এসব বিষয়ে হাদীসের কিতাবসমূহের যুহদ ও রকায়েক অধ্যায়ে হাদীস ও আছার সন্নিবেশিত হয়েছে। মেশকাতের যুহদ ও রকায়েক অধ্যায়ের সংশ্লিষ্ট হাদীসগুলো শরাহসহ পড়া যেতে পারে। মেশকাতের এই অধ্যায়ের হাদীসগুলোর স্বতন্ত্র একটি উর্দূ শরাহ লিখেছেন মাওলানা হাবীবুল্লাহ মুখতার রাহ.। এর একটি বাংলা অনুবাদ ‘যে কথায় পাথর গলে’ নামে মাকতাবাতুল আশরাফ থেকে ছেপেছে।

২. হাফেজ আব্দুল আজীম মুনযিরী (মৃত্যু ৬৫৬ হি.)-এর ‘আততারগীব ওয়াততারহীব’ কিতাবে সংশ্লিষ্ট অধ্যায়ের হাদীসগুলো পাঠ করতে পারেন। মাওলানা মুহাম্মাদ উসমান (মুকীমে মদীনা) দামাত বারাকাতুহুম ‘আলবাশীর ওয়ান নযীর’ নামে ওই কিতাবের একটি উর্দূ তরজমা ও শরাহ লিখেছেন।

 

৩. كتاب الرقة والبكاء  এবং الصمت وآداب اللسان ইমাম ইবনু আবীদ দুনইয়া (২৮১ হি.)। এ দুটি রিসালা ভিন্নভাবে ছেপেছে এবং ‘মওসুআতু ইবনে আবীদ দুনইয়া’ নামে তাঁর যে রেসালা ও আজযা-এর সমগ্র বের হয়েছে তাতেও রিসালা দুটি পাওয়া যাবে।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন