জুমাদাল আখিরাহ ১৪৪৭ || ডিসেম্বর ২০২৫

মাসুদ - নওগাঁ

৬৮৩৯. প্রশ্ন

আমার আব্বু তার ইন্তেকালের আগে অসিয়ত করেছিলেন যে, তার রেখে যাওয়া সমুদয় সম্পদ থেকে আমাদের গ্রামের মাদরাসার গরিব ছাত্রদের জন্য যেন ৫০ হাজার টাকা দান করা হয় কিন্তু আমার আম্মু এ ৫০ হাজার টাকা সেখানে না দিয়ে আমার নানা বাড়ির পাশের মাদরাসার গরিব ছাত্রদের জন্য দিতে বলছেন 

জানতে চাই, আমার আব্বু যে মাদরাসার গরিব ছাত্রদের জন্য এ টাকা দান করার অসিয়ত করেছেন, সেখানে না দিয়ে অন্য মাদরাসায় তা দান করলে আমার আব্বুর অসিয়তটি আদায় হবে কি না?

উত্তর

অসিয়তের ঐ টাকা আপনার নানা বাড়ির পাশের মাদরাসার গরিব ছাত্রদের জন্যও দান করা যাবে তবে আপনার আব্বু যে মাদরাসায় দান করার অসিয়ত করেছিলেন, সেই মাদরাসার গরিব ছাত্রদেরকে দেওয়াই উত্তম হবে

* >الفتاوى من أقاويل المشايخ< ص ৬৪০: وسئل إبراهيم بن يوسف عن رجل أوصى لفقراء أهل بلخ، قال: الأفضل للوصي أن لا يجاوز بلخ، وإن هو أعطى في كورة أخرى جاز.

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৬৫১; আলমুহীতুর রাযাবী ৯/৪৬০; আলমুহীতুল বুরহানী ২২/৩১০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৪৮; আদ্দুররুল মুখতার ৬/৬৬৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন