জুমাদাল আখিরাহ ১৪৪৭ || ডিসেম্বর ২০২৫

মাহবুব তাকী - মাদারীপুর

৬৮৩৭. প্রশ্ন

ছোটবেলা থেকেই আমার মামাতো বোনের সাথে আমার বিয়ের একটি আলাপ আমার মা-বাবা ও মামা-মামির মধ্যে ছিল কিন্তু এখন তাদের চূড়ান্তভাবে প্রস্তাব করলে তারা গড়িমসি করে এতে আমার বাবা-মা’র খুব পেরেশানী হয় তা দেখে আমি তখন মান্নত করি যে, ওর সাথে যদি আমার বিবাহ হয়, তাহলে আমি তিনটি রোযা রাখব তারপর আস্তে আস্তে ওর মা-বাবা রাজি হয়ে যায় এবং বিয়ের তারিখও ঠিক হয়ে যায় বিবাহের তারিখ ঠিক হওয়ার পর বিবাহের কয়েকদিন আগেই আমি মান্নতের রোযাগুলো রেখে ফেলি এখন শুনছি, বিবাহের পর নাকি আমাকে আবার নতুন করে মান্নতটি পূর্ণ করতে হবে

হুজুরের কাছে সঠিক সমাধান জানতে চাই

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই তিন দিন রোযা রাখার দ্বারা মান্নত আদায় হয়নি মান্নতটি আদায় হওয়ার জন্য আপনাকে বিবাহ সম্পন্ন হওয়ার পর তিন দিন রোযা রাখতে হবে কেননা প্রশ্নোক্ত মান্নতটি বিবাহ সম্পন্ন হওয়ার সাথে শর্তযুক্ত ছিল অতএব এর আগে উক্ত রোযাগুলো রাখার দ্বারা তা মান্নত হিসাবে আদায় হয়নি; বরং নফল হিসেবে গণ্য হবে

* >المحيط البرهاني< /৩৭২ : وإذا علق النذر بالصوم بشرط، وأداه قبل وجود الشرط، لا يجوز إجماعا.

কিতাবুল আছল ২/১৯৮; ফাতাওয়া কাযীখান ১/২১৯; ফাতহুল কাদীর ২/৩০৩; আলবাহরুর রায়েক ২/২৯৭; রদ্দুল মুহতার ২/৪৩৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন