তোফায়েল আহমাদ - নীলফামারী
৬৮৩৬. প্রশ্ন
কিছুদিন আগে আমি আমার স্ত্রীর সাথে সম্পর্ক ত্যাগ করার জন্য তাকে বায়েন তালাক দিই। তালাকের পরপরই সে তার বাবার বাড়িতে চলে গেছে। আমি তাকে ইদ্দত এখানেই পালন করে যেতে বলেছি। কিন্তু সে কোনো কথা না শুনেই নিজের বাবার বাড়িতে চলে গেছে। অথচ এখানে তার ইদ্দত পালনে কোনো বাধা ছিল না।
জানার বিষয় হল, এক্ষেত্রে তার ইদ্দতকালীন ভরণপোষণ আদায় করা কি আমার ওপর জরুরি? আমি যদি তার ভরণপোষণ না দিই, তাহলে কি আমি গুনাহগার হব? আশা করি সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে তার ইদ্দতকালীন ভরণপোষণ আদায় করা আপনার ওপর জরুরি নয়। এক্ষেত্রে তাকে ভরণপোষণ না দিলে আপনি গুনাহগারও হবেন না। কেননা স্বামীর বাড়িতে ইদ্দত পালনের সুযোগ থাকা সত্ত্বেও তালাকপ্রাপ্তা মহিলা সেখানে ইদ্দত পালন না করলে ইদ্দতকালীন ভরণপোষণের সে হকদার না। অবশ্য মহিলাটি যদি ইদ্দতের ভেতর তালাকদাতার বাড়িতে ফিরে আসে, তাহলে ইদ্দতের বাকি দিনগুলোর ভরণপোষণ তাকে দিতে হবে।
* >المحيط البرهاني< ৪/৩২৮ : المعتدة إذا خرجت عن بيت العدة تسقط نفقتها، هكذا روي عن الضحاك مطلقا. فهذا عندنا ما دامت على النشوز، فإن عادت إلى بيت الزوج، كان لها النفقة والسكنى، كما في حال قيام النكاح.
–ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৮; আযযাখীরাতুল বুরহানিয়া ৪/৪৫৩; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৪০৮; আলবাহরুর রায়েক ৪/১৯৯; আদ্দুররুল মুখতার ৩/৬০৯