শামীম আহমাদ - উত্তরা, ঢাকা
৬৮৩৩. প্রশ্ন
আমার ছোট মামা কিছুটা মানসিক রোগাক্রান্ত ছিলেন। গত কয়েকদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পাঁচ দিন পর বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি দূরে এক জায়গায় সড়ক দুর্ঘটনায় মারা যান। ঘটনাস্থলের কিছু লোক এলাকার কবরস্থানে তার দাফনের ব্যবস্থা করে। সংবাদ পেয়ে আমরা কবর যিয়ারতে যাই। তখন পরিবারের অনেকেই বলেন, মামার লাশ স্থানান্তর করে পারিবারিক কবরস্থানে দাফন করা হোক।
জানার বিষয় হল, এ অবস্থায় লাশ স্থানান্তর করা যাবে কি?
উত্তর
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মামার লাশ ওই কবর থেকে স্থানান্তর করে নিয়ে আসা বৈধ হবে না। কেননা কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পর শরীয়ত স্বীকৃত বিশেষ কিছু কারণ ছাড়া লাশ কবর থেকে উত্তোলন করা, স্থানান্তর করা নাজায়েয। তাই ওই মৃতের পরিবার-পরিজনের এ সিদ্ধান্ত থেকে ফিরে আসা জরুরি।
* >الفتاوى من أقاويل المشايخ< للسمرقندي، ص৮০ : وسئل أبو نصر عن امرأة مات ولدها، وهو غائب عنها، ودفن هناك، والأم لا تصبر عنه، هل يجوز أن ينبش القبر، ويحمل إلى موضع تكون هي أقرب منه؟ قال: لا ينبش الميت بعد دفنه، وينبغي للأم أن تصبر على مصيبتها، وتذكر ميتها بالدعاء، ويقر ميتها حيث دفن.
–আলহাবিল কুদসী ১/২৬৪; ফাতাওয়া খানিয়া ১/১৯৫; আততাজনীস ওয়াল মাযীদ ২/২৭৯; ফাতহুল কাদীর ২/১০১; শরহুল মুনইয়া, পৃ. ৬০৭; আলবাহরুর রায়েক ২/১৯৫