জুমাদাল আখিরাহ ১৪৪৭ || ডিসেম্বর ২০২৫

শুরাইম - কুষ্টিয়া

৬৮৩১. প্রশ্ন

আমি জুমার নামাযে আমার ছেলেকে সাথে করে নিয়ে যাই অনেক সময় সে খুতবার সময় দুষ্টামি করতে থাকে খুতবার সময় তো কথাবার্তা বলা নিষেধ

জানার বিষয় হল, এ সময় কি ইশারা-ইঙ্গিতে তাকে চুপ করাতে পারব? এতে কি কোনো অসুবিধা হবে?

উত্তর

হাঁ, খুতবার সময় আপনি তাকে চুপ করানোর জন্য ইশারা-ইঙ্গিত করতে পারবেন এতে অসুবিধা নেই খুতবার সময় দ্বীনী-দুনিয়াবী সব ধরনের কাজকর্ম, কথাবার্তা নিষেধ কেউ এমনটি করলে তাকে বাধা দেওয়ার সুযোগ আছে

উল্লেখ্য, যেসব বাচ্চা বুঝের বয়সের হয়নি; মসজিদে নিয়ে গেলে মুসল্লীদের নামাযে ব্যাঘাত ঘটানোর আশঙ্কা রয়েছে, তাদেরকে বুঝমান হওয়ার আগ পর্যন্ত মসজিদে না নেওয়াই উচিত

* >المحيط البرهاني< /৪৬১ : إذا لم يتكلم بلسانه، ولكنه أشار برأسه أو بيده أو بعينه، نحو أن رأى منكرا من إنسان، فنهاه بيده، وأخبره بخبر، فأشار برأسه، هل يكره ذلك أم لا؟ فمن أصحابنا رحمهم الله تعالى من كره ذلك، وسوى بين الإشارة وبين التكلم باللسان، والصحيح أنه لا بأس به.

খুলাসাতুল ফাতাওয়া ১/২০৬; মুজতাবা, যাহেদী ২/২৭; আততাজনীস ওয়াল মাযীদ ২/২২৩; শরহুল মুনইয়া, পৃ. ৫৬০; আলবাহরুর রায়েক ২/১৫৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন