মুহা. সালেহ আহমাদ - ঢাকা
৬৮২৯. প্রশ্ন
আমার জানার বিষয় হল, মাগরিব নামায ইমামের পেছনে শুধু এক রাকাত পেলে বাকি দুই রাকাত আদায় করব কীভাবে? এক্ষেত্রে বাকি দুই রাকাত কি এক বৈঠকে আদায় করব, না দুই বৈঠকে? এবং কেরাত কী হিসেবে পড়ব? বিস্তারিত জানানোর অনুরোধ করছি।
উত্তর
মাগরিব নামায ইমামের সাথে শুধু এক রাকাত পেলে বাকি দুই রাকাত আদায়ের ক্ষেত্রে উভয় রাকাতে সূরা ফাতেহা পড়ে এর সাথে সূরা মিলাবে এবং উভয় রাকাতের পর বৈঠক করবে। প্রথম রাকাতের পর বৈঠক করে শুধু তাশাহহুদ পড়বে; দরূদ, দুআ মাছূরা পড়বে না। এরপর দাঁড়িয়ে আরেক রাকাত পড়বে। অতঃপর বৈঠক করে তাশাহহুদ, দরূদ শরীফ ও দুআ মাছূরা পড়ে নামায শেষ করবে।
* >الفتاوى الهندية< ১/৯১ : لو أدرك ركعة من المغرب قضى ركعتين، وفصل بقعدة، فيكون بثلاث قعدات، وقرأ في كل فاتحة وسورة، ولو ترك القراءة في إحداهما تفسد.
–আলমাবসূত, সারাখসী ১/১৮৯; আলমুহীতুর রাযাবী ১/৩০৮; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৮; আলবাহরুর রায়েক ১/৩৭৯; আদ্দুররুল মুখতার ১/৫৯৬