জুমাদাল আখিরাহ ১৪৪৭ || ডিসেম্বর ২০২৫

মাহদী হাসান - মুগদা, ঢাকা

৬৮২৮. প্রশ্ন

মাঝেমধ্যে অলসতার কারণে তারাবীর নামায জমিনে বসে আদায় করি ওই দিন আমার এক বন্ধু বলল, ওযর ছাড়া তারাবী জমিনে বসে পড়লে আদায় হয় না

জানার বিষয় হল, তার কথা কি ঠিক?

উত্তর

তারাবীর নামায জমিনে বসে আদায় করলেও তা আদায় হয়ে যায় তবে এতে দাঁড়িয়ে আদায় করা অপেক্ষা অর্ধেক সওয়াব পাবে তাই অলসতা দূর করে দাঁড়িয়ে আদায় করার চেষ্টা করা উচিত তবে ওযরের কারণে বসে পড়াতে কোনো অসুবিধা নেই

* >الفتاوى الخانية< /২৪৩ : وقال بعضهم: يجوز أداء التراويح قاعدا بغير عذر، وفرقوا بين التراويح وبين سنة الفجر، وهو الصحيح، إلا أن ثوابه يكون على النصف من صلاة القائم.

আলমাবসূত, সারাখসী ২/১৪৭; হালবাতুল মুজাল্লী ২/৩৬৮; আননাহরুল ফায়েক ১/৩০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৮; রদ্দুল মুহতার ২/৪৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন