আতাউল্লাহ - ফেনী
৬৮২৭. প্রশ্ন
আমার হাতে এক জায়গায় ক্ষত হওয়ায় তাতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়েছি। এই ব্যান্ডেজের ওপর মাসেহ করলে কি ওযু হবে? মাসেহ না করে সরাসরি ব্যান্ডেজের ওপর পানি প্রবাহিত করে দিলে কোনো সমস্যা আছে?
উত্তর
ব্যান্ডেজ খুলে ক্ষতস্থানে পানি লাগানো বা সরাসরি ক্ষতস্থানের ওপর মাসেহ করা যদি ক্ষতিকর মনে হয়, তাহলে ওয়ান টাইম ব্যান্ডেজের ওপরও মাসেহ করতে পারবেন। মাসেহ করার ক্ষেত্রে শুধু ভেজা হাত ব্যান্ডেজের ওপর ফেরাবেন। ব্যান্ডেজের ওপর পানি প্রবাহিত করা জরুরি নয়। অবশ্য পানি প্রবাহিত করলেও ওযু হয়ে যাবে।
আর ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান ধোয়া বা সরাসরি এর ওপর মাসেহ করা ক্ষতিকর না হলে ব্যান্ডেজের ওপর মাসেহ করলে বা পানি প্রবাহিত করে দিলে ওযু সহীহ হবে না; বরং ব্যান্ডেজ খুলে সম্ভব হলে ক্ষতস্থানে পানি পৌঁছাতে হবে বা তার ওপর মাসেহ করে নিতে হবে।
* >بدائع الصنائع< ১/৯০ : وأما شرائط جوازه، فهو أن يكون الغسل مما يضر بالعضو المنكسر والجرح والقرح، أو لا يضره الغسل، لكنه يخاف الضرر من جهة أخرى بنزع الجبائر، فإن كان لا يضره ولا يخاف لا يجوز، ولا يسقط الغسل؛ لأن المسح لمكان العذر، ولا عذر، ثم إذا مسح على الجبائر، والخرق التي فوق الجراحة جاز لما قلنا ... ومن شرط جواز المسح على الجبيرة أيضا أن يكون المسح على عين الجراحة مما يضر بها، فإن كان لا يضر بها لا يجوز المسح، إلا على نفس الجراحة، ولا يجوز على الجبيرة.
–আলমাবসূত, সারাখসী ১/৭৪; আলমুহীতুল বুরহানী ১/৩৬০; আলবাহরুর রায়েক ১/১৫; শরহুল মুনইয়া, পৃ. ১১৬; রদ্দুল মুহতার ১/১০০