রবিউল আখির ১৪৪৬ || অক্টোবর ২০২৪

সুহাইমা সালেহা - নবাবগঞ্জ

৬৫৭৪. প্রশ্ন

আমরা প্রতি ঈদে নানুবাড়ি এসে থাকি। এখানে দুইভাবেই আসা যায়। বাসযোগে ও ট্রেনে। আমরা সাধারণত ট্রেনেই যাতায়াত করি। কিন্তু এবার ট্রেনের টিকেট না পাওয়ার কারণে আমরা বাসে এসেছি। এদিকে ট্রেনে এলে যে পথ আমাদের ৪৮ মাইলের বেশি অতিক্রম করতে হত, বাসে আসার কারণে বাড়ি পর্যন্ত সে পথের দূরত্ব কমে ৪২ মাইল হয়।

জানতে চাচ্ছি, আমরা তো ট্রেনে এলে মুসাফির হিসেবে কসরই পড়তাম। তো এখন কি আমরা আগের মতো কসর পড়ব, নাকি বাসে আসার কারণে মুকীম গণ্য হব? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে বাসের রাস্তায় ঐ স্থানের দূরত্ব যেহেতু ৪২ মাইল হয়, ৪৮ মাইল হয় না; তাই বাসের রাস্তায় যাতায়াতকালে আপনারা সেখানে মুকীম গণ্য হবেন; মুসাফির নয়। অতএব এ যাত্রায় সেখানে কসর না করে আপনাদের পূর্ণ নামায পড়াই জরুরি।

Ñশরহু মুখতাসারিল কারখী, কুদূরী ১/৪৬৯; আলমুহীতুল বুরহানী ২/৩৮৫; আলমুজতাবা, যাহেদী ১/৩৯৪; আদ্দুররুল মুখতার ২/১২৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন