রমযান ১৪৪৫ || মার্চ ২০২৪

আব্দুল কাইয়ূম - মিরপুর, ঢাকা

৬৪০৭. প্রশ্ন

এক মুদি ব্যবসায়ী আমাকে বলল, ভাই আমার এখানে  কাস্টমারের আনাগোনা অনেক বেশি। এখানে লোডের ব্যবসা করলে ভালো চলবে। অর্থাৎ রিচার্জ ব্যবসা। এ বাবদ সে আমাকে টাকা দিতে বলে। আমার মূলধন তার শ্রম। লাভ ৫০% করে। আমাদের এ ব্যবসা কি বৈধ? একজন বলেছেন, লোডের ব্যবসা নাকি বৈধ। বিস্তারিত দলীল-প্রমাণসহ জানালে উপকৃত হব।

উত্তর

মোবাইল রিচার্জ-এর কারবারে ব্যবসায়ীর নিকট টাকা বিনিয়োগ করে লভ্যাংশ নেওয়ার চুক্তি সহীহ নয়। কারণ এ কারবারে মোবাইল কোম্পানির ডিস্ট্রিবিউটরকে নির্ধারিত পরিমাণ টাকা দিয়ে সে পরিমাণ টাকা গ্রাহকদের নম্বরে প্রদান করার কারণে নির্ধারিত পরিমাণ কমিশন পেয়ে থাকে। সুতরাং মোবাইল রিচার্জের কারবারটি মূলত ইজারা তথা শ্রম বিনিময়ের অন্তর্ভুক্ত। তাই এতে মুযারাবা তথা একজনের মূলধন অপরজনের শ্রম চুক্তি সহীহ হবে না।

-আসসুনানুল কুবরা, বাইহাকী ৫/৩৫০; দুরারুল হুক্কাম শরহুল মাজাল্লাহ ৩/৪১৮; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৩১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন