রমযান ১৪৪৫ || মার্চ ২০২৪

মুহাম্মাদ সাখাওয়াতুল্লাহ - বেগমগঞ্জ, নোয়াখালী

৬৪০১. প্রশ্ন

গত মাসে আমি উমরায় গিয়েছিলাম। তখন আমার এক সফরসঙ্গী আমাকে একটি আতর হাদিয়া দেন। একদিন আতরের ঘ্রাণ পরীক্ষা করার জন্য শিশিটির মুখ খুলে শুধু ঘ্রাণ নেই। তখন আমি ইহরাম অবস্থায় ছিলাম।

জানার বিষয় হল, ঐ সময় আতরের ঘ্রাণ নেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? এ কারণে আমার ওপর কি কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

উত্তর

ইহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে আতর- সুগন্ধির ঘ্রাণ নেওয়া মাকরূহ। সুতরাং ইহরাম অবস্থায় আতরের ঘ্রাণ নেওয়া আপনার র্ঠিক হয়নি। তবে এ কারণে আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি।

হযরত আবু যুবাইর রাহ. বলেন-

سَأَلْتُ جَابِرًا : يَشُمُّ الْمُحْرِمُ الرَّيْحَان وَالطِّيبَ؟ فَقَالَ : لاَ.

আমি হযরত জাবের রা.-কে জিজ্ঞেস করেছি যে, ইহরাম অবস্থায় কি ফুল ও সুগন্ধির ঘ্রাণ নেওয়া যাবে?

উত্তরে তিনি বললেন, না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১৪৮২৮)

নাফে রাহ. আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন-

عَنِ ابْنِ عُمَرَ؛ كَانَ يَكْرَهُ شَمَّ الرَّيْحَانِ لِلْمُحْرِمِ.

তিনি ইহরাম অবস্থায় ফুলের ঘ্রাণ নেওয়া অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৮২৭)

-আলমাবসূত, সারাখসী ৪/১২৩; আলমুহীতুল বুরহানী ৩/৪৩৮তাবয়ীনুল হাকায়েক ২/৩৫৪; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩১১; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৪৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন