রমযান ১৪৪৫ || মার্চ ২০২৪

ফাহাদ - কুমিল্লা

৬৩৯২. প্রশ্ন

আমাদের মহল্লায় কেউ মারা গেলে সাধারণত তার জানাযার নামায মহল্লার বড় মসজিদে হয়ে থাকে, বড় মসজিদে মেহরাব বরাবর বাইরে খালি জায়গা আছে। জানাযার নামাযের সময় সেখানে লাশ রাখা হয় আর ইমাম ও মুসল্লিরা মসজিদে দাঁড়ায়। কিছু দিন আগে আমি এক আলেমের মুখে শুনেছি, মসজিদে জানাযার নামায পড়া মাকরূহ।

জানার বিষয় হল, আমাদের মহল্লায় বড় মসজিদ ছাড়া জানাযার নামায পড়ার মতো কোনো জায়গা নেই। এখন উক্ত আলেমের কথা সঠিক হয়ে থাকলে এক্ষেত্রে আমাদের করণীয় কী? আশা করি সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর

জানাযার নামায মসজিদের বাইরে জানাযাগাহে বা মাঠে-ময়দানে পড়াই নিয়ম। এটিই সুন্নাহসম্মত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও জানাযার নামায মসজিদের বাইরে পড়া হত। মসজিদে নববীর পাশে একটি খালি জায়গা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেখানে জানাযার নামায পড়তেন। (মুয়াত্তা মুহাম্মাদ, পৃষ্ঠা ২৪৮)

অতএব, মসজিদের বাইরে জানাযার নামায পড়ার সুযোগ থাকলে মসজিদে জানাযার নামায পড়া মাকরূহ।

তবে কোনো কোনো ফকীহের মতে, লাশ মসজিদের বাইরে থাকলে মসজিদের ভেতর জানাযার নামায পড়া জায়েয আছে; মাকরূহ নয়। সুতরাং আপনাদের মহল্লায় মসজিদের বাইরে জানাযার নামায পড়ার ব্যবস্থা না থাকলে মসজিদের বাইরে অবস্থিত মেহরাবের সামনের জায়গায় লাশ রেখে মসজিদের ভেতর জানাযার নামায পড়তে পারবেন।

-আলমাবসূত, সারাখসী ২/৬৮; আলমুহীতুর রাযাবী ১/৪৬৩; ফাতহুল কাদীর ২/৯০; জামিউল মুযমারাত ২/২৭৩; হালবাতুল মুজাল্লী ২/৬১৪; রদ্দুল মুহতার ২/২২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন