রমযান ১৪৪৫ || মার্চ ২০২৪

উসমান - সিলেট

৬৩৮৯. প্রশ্ন

জনৈক মহিলা ফরয নামায শুরু করার পর দ্বিতীয় রাকাতে হায়েয চলে আসে। ফলে সে নামাযটি পূর্ণ করতে পারেনি। এখন উক্ত নামাযের কী হুকুম? তা কি পবিত্র হওয়ার পর কাযা করতে হবে? এমনটি যদি নফল নামাযে হয়, তাহলে কী বিধান? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ফরয নামাযটির পরবর্তীতে কাযা করতে হবে না। তবে নফল পড়া অবস্থায় হায়েয শুরু হয়ে গেলে হায়েয থেকে পবিত্র হওয়ার পর তা কাযা করে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২৮৭; আলমাবসূত, সারাখসী ২/১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; আলবাহরুর রায়েক ১/২০৫; রদ্দুল মুহতার ১/২৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন