রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

আনোয়ার হুসেন - মহেশখালী, কক্সবাজার

৬২৯৫. প্রশ্ন

আমাদের মহল্লার মসজিদের ওয়াকফকৃত অনেকগুলো জমিন আছে। এগুলোর আয় থেকে ইমাম-মুআযযিনের  বেতন ও সংশ্লিষ্ট খরচের পরেও অনেক টাকা বেঁচে যায়। একপর্যায়ে ঐ অতিরিক্ত টাকাগুলো জমা করে মসজিদের নামে দুটি দোকান ক্রয় করা হয়। ইদানীং মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য অনেক টাকা প্রয়োজন হওয়ায় মসজিদ কমিটি উক্ত দোকানদুটি বিক্রি করে দিতে চাচ্ছে।

জানার বিষয় হল, ওয়াকফিয়া সম্পদের আয় দিয়ে ক্রয়কৃত উক্ত দোকানদুটি বিক্রি করা বৈধ হবে কি না? আশা করি সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর

দোকান দুটি যেহেতু ওয়াকফের সম্পদের আয় দিয়ে কেনা হয়েছিল, তাই বাস্তবেই মসজিদের জরুরত থাকলে তা বিক্রি করা জায়েয হবে। কেননা ওয়াকফিয়া সম্পদের আয় দ্বারা কেনা সম্পত্তি মূল ওয়াকফের মতো নয়। ওয়াক্ফের জরুরতবশত এধরনের সম্পত্তি বিক্রি করা জায়েয।

Ñআলহাবিল কুদসী ১/৫৫১; ফাতাওয়া খানিয়া ৩/২৯৭; আলমুহীতুল বুরহানী ৯/১৩৮; আলবাহরুর রায়েক ৫/২০৭; আদ্দুররুল মুখতার ৪/৪১৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন