রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

আমিন সরদার - হিজলা, বরিশাল

৬২৯২. প্রশ্ন

হুযুর! আমরা এক ভাই, এক বোন। আলহামদু লিল্লাহ! আমাদের আব্বা আম্মা এখনো হায়াতে আছেন। তবে তাদের অনেক বয়স হয়েছে। তাদের স্বাভাবিক খরচ ছাড়াও ঔষধের পেছনে মাসে অনেক টাকা চলে যায়। যা বহন করা আমার একার জন্য কষ্টকর হয়ে যায়। এদিকে আমার বোনের আর্থিক অবস্থা আমার থেকে অনেক ভালো। তার স্বামীর টাকা-পয়সা ছাড়াও সে ব্যক্তিগতভাবে অনেক টাকার মালিক।

এখন আমার জানার বিষয় হল, এ অবস্থাতে আমার বোনের ওপর আব্বা-আম্মার খরচ নির্বাহের কোনো দায়িত্ব আছে কি না? যদি থেকে থাকে, তাহলে কী পরিমাণ? বিষয়টি জানালে উপকৃত হব।

 

উত্তর

পিতা-মাতা সামর্থ্যবান না হলে সামর্থ্যবান ছেলে-মেয়ের ওপর সামর্থ্য অনুযায়ী পিতা-মাতার খরচ বহন করা জরুরি। এক্ষেত্রে ছেলে-মেয়ে উভয়ে সামর্থ্যবান হলে শরীয়তের নির্দেশনা হল, খরচের অর্ধেক ছেলে বহন করবে আর অর্ধেক মেয়ে বহন করবেসুতরাং প্রশ্নের বর্ণনা মতে আপনার বোন যেহেতু নিজে সামর্থ্যবান, তাই পিতা-মাতার খরচের অর্ধেক তার বহন করা কর্তব্য। অবশ্য এক্ষেত্রে আপনি চাইলে তার থেকে কমও নিতে পারেন।

Ñকিতাবুল আছল ১০/৩৪০; আলমাবসূত, সারাখসী ৫/২২২; ফাতাওয়া বায্যাযিয়া ৪/১৬৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৬৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন