রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

ফয়সাল আমীন - লিংকরোড, কক্সবাজার

৬২৯০. প্রশ্ন

বাংলাদেশ থেকে এক ব্যক্তি তামাত্তু হজ্বের নিয়তে ওমরার ইহরাম করে মক্কা মুকাররমায় প্রবেশ করেছে। অতঃপর ওমরা করে হালাল হয়ে যিয়ারতের উদ্দেশ্যে মদীনা মুনাওরায় চলে যায়। এখন জানার বিষয় হলÑ

ক. সে মদীনা যাওয়ার পরেও কি তার ওমরাটি তামাত্তু হজ্বের ওমরা হিসেবে বহাল থাকবে?

খ. যদি বহাল থাকে তাহলে সে ফিরে আসার সময় পুনরায় ওমরার ইহরাম করতে পারবে কি না? এক্ষেত্রে সে হজে¦র ইহরাম করলে কোন্ প্রকার হজ্বের ইহরাম করবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ক. হজ্বের মাসসমূহের ভেতর ওমরা করার পর কেউ যদি মদীনা মুনাওয়ারা যায় এবং মদীনা থেকে ফিরে আসার সময় শুধু হজ্বের ইহরাম করে, তাহলেও আগের ওমরাসহ তার এ হজ্বটি তামাত্তু হজ্বই হবে। তাই এক্ষেত্রে তাকে দমে শোকরও দিতে হবে।

খ. অবশ্য এক্ষেত্রে মদীনা থেকে ফেরার সময় ওমরার ইহরাম করেও আসতে পারবে। সেক্ষেত্রে ওমরা সম্পন্ন করার পর হজ্বের সময় হজ্বের ইহরাম করবে এবং এক্ষেত্রেও এটি তামাত্তু হজ্ব হবে।

প্রকাশ থাকে যে, প্রশ্নোক্ত ক্ষেত্রে মদীনা থেকে ফেরার সময় শুধু ওমরা কিংবা শুধু হজ্বের ইহরাম করতে পারবে; কিন্তু কিরান হজ্বের ইহরাম (অর্থাৎ হজ্ব ও ওমরার নিয়তে একত্রে ইহরাম) করা তার জন্য বৈধ হবে না। 

Ñআলজামিউস সাগীর, পৃ. ৯৫; আহকামুল কুরআন, তাহাবী ২/২৩০; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৫০৫; বাদায়েউস সানায়ে ২/৩৮২; গুনইয়াতুন নাসিক, পৃ. ২১৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন