রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

মামুন - বরিশাল

৬২৮৫. প্রশ্ন

আমাদের মসজিদের বড় একটি বারান্দা রয়েছে, যা খোলা চত্বরের ন্যায় এবং তা মসজিদেরই অংশ। গরমের মৌসুমে আসর-মাগরিবের সময় মসজিদের ভেতর তীব্র গরম হয়, তাই কিছু লোক সেই বারান্দায় দাঁড়িয়েই ইমামের ইক্তেদা করে নামায আদায় করে থাকে, অথচ তখনও মসজিদের ভেতর কয়েক কাতার ফাঁকা রয়ে যায়। প্রশ্ন হল, উক্ত সূরতে কি তাদের ইক্তদা সহীহ হবে?

উত্তর

সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ানো মাকরূহে তাহরীমী। হাদীস শরীফে কাতার সোজা করার এবং খালি জায়গা পূরণ করে দাঁড়ানোর ব্যাপারে অত্যধিক গুরুত্বারোপ করা হয়েছে এবং সামনে খালি রেখে পেছনে দাঁড়ানোর ক্ষেত্রে কঠিন ধমকি এসেছে। আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনÑ

أَقِيمُوا الصُّفُوفَ، وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ، وَسُدُّوا الْخَلَلَ، وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ، وَلَا تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ، وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللهُ، وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللهُ.

তোমরা কাতার সোজা কর। পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। খালি জায়গা পূরণ কর এবং (কাতার পূরণ ও সোজা করার ক্ষেত্রে) তোমাদের ভাইদের হাতে তোমরা নরম হয়ে যাও। আর শয়তানের জন্য জায়গা খালি রেখ না। যারা বিচ্ছিন্ন কাতারকে মিলিয়ে নেবে বা যুক্ত করবে আল্লাহ তাদেরকে (তাঁর রহমতের সাথে) মিলিয়ে নেবেন। আর যারা কাতার বিচ্ছিন্ন করবে আল্লাহ তাদেরকে (তাঁর রহমত থেকে) বিচ্ছিন্ন করে দেবেন। (সুনানে আবু দাউদ, হাদীস ৬৬৬)

তাই মসজিদের ভেতর জায়গা ফাঁকা রেখে মসজিদের বারান্দা থেকে ইক্তেদাকারীদের নামায মাকরূহ হয়েছে। এ থেকে বিরত থাকা আবশ্যক। অবশ্য কাজটি মাকরূহ হলেও তাদের নামায আদায় হয়ে গেছে।

Ñমুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ২৪৬৭; কিতাবুল আছার, বর্ণনা ৮৯; আলমুহীতুর রাযাবী ১/৩০৬; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবিজাবী ১/৪১০; আলমুহীতুল বুরহানী ২/১৯৫; মুলতাকাল আবহুর ১/১৮৮; আদ্দুররুল মুখতার ১/৫৭০; রদ্দুল মুহতার ১/৫৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন