আবু তাহের - বরিশাল
৬২৪৩. প্রশ্ন
হুজুর! আমি পুলিশ পোস্টে চাকরি করি। কখনো হিন্দুদের পূজায় আমার ডিউটি পড়ে। অনেক সময় সেখানে না যাওয়ার আবেদন করলেও গৃহীত হয় না।
হুজুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে আমার করণীয় কী? সেখানে ডিউটি করা বৈধ হবে কি? আশা করি জানিয়ে বাধিত করবেন।
উত্তর
মুসলিম মাত্রই একথা জানা যে, আল্লাহ রাব্বুল আলামীনের নিকট একমাত্র মনোনীত দ্বীন হল ইসলাম। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা একমাত্র আল্লাহর ইবাদত করা এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতৃর্ক আল্লাহর পক্ষ থেকে আনীত কুরআন, দ্বীন ও শরীয়ত মনেপ্রাণে বিশ্বাস করা ও গ্রহণ করা। ইসলাম ধর্মে শিরক হল সকল পাপের বড় পাপ। শিরক মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা; আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা। ইসলাম তার অনুসারীদের ঈমান-আকীদার বিষয়ে দৃঢ়, পরিপক্ব ও অনড় থাকতে নির্দেশ দেয় এবং সব ধরনের কুফর ও শিরক থেকে গুরুত্বের সাথে বেঁচে থাকতে হুকুম করে। তবে এটি ইসলামের উদারতা যে, ইসলাম একমাত্র সত্য ধর্ম হওয়া সত্ত্বেও অন্য ধর্মের অনুসারীদের বিভিন্ন অধিকার স্বীকার করে। তাই ইসলামী শরীয়তের দৃষ্টিতেও মৌলিকভাবে দেশের নাগরিক হিসেবে সকল নাগরিকের নিরাপত্তা প্রদান সরকারের দায়িত্ব। সে হিসেবে দেশের গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কর্তৃক যেসকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের কোনো সদস্যের যদি পূজা-মণ্ডপে কিংবা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে ডিউটি পড়ে, তাহলে সেখানের লোকজনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ডিউটি করা নিষেধ নয়।
যদি কখনো এধরনের ক্ষেত্রে ডিউটি পড়ে, তাহলে নিম্নোক্ত শর্তসাপেক্ষ এ ডিউটি করা যাবে :
(ক) বিধর্মীদের ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না।
(খ) পূজা-মণ্ডপে উৎসর্গিত খাবার খাওয়া যাবে না।
(গ) তাদের ধর্মীয় কাজে সহযোগিতার নিয়ত করা যাবে না।
আহকামুল কুরআন, জাসসাস ৩/৮৪; ফাতাওয়া খানিয়া ২/৩২৪; আলমুহীতুল বুরহানী ১১/৩৪৬; রদ্দুল মুহতার ৪/২০৮; কিফায়াতুল মুফতী ১৩/১৬৪