মুহাররম ১৪৪৫ || আগস্ট ২০২৩

রিফাত - কুমিল্লা

৬২২১. প্রশ্ন

কারো চোখ ওঠার কারণে চোখ দিয়ে যদি পানি পড়ে, তাহলে কি ওযু ভেঙে যাবে? জানালে উপকৃত হব।

উত্তর

চোখ ওঠা অবস্থায় চোখ দিয়ে যে পানি বের হয় তা নাপাক নয়। কেননা তা চোখের সাধারণ পানির হুকুমে। তাই তা বের হওয়ার কারণে ওযু ভাঙবে না।

অবশ্য চোখের ভেতর থেকে যদি পুঁজ বের হয়, কিংবা চোখের ভেতর ক্ষত হয়ে সেখান থেকে পানি বের হয় এবং তা চোখ থেকে গড়িয়ে পড়ে তাহলে ওযু ভেঙে যাবে।

ফাতহুল কাদীর ১/১৬৪; হালবাতুল মুজাল্লী ১/৩৭৮; আলবাহরুর রায়েক ১/৩২; রদ্দুল মুহতার ১/১৪৭; ফাতাওয়া রশীদিয়া, পৃ. ২৬৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন