যিলকদ ১৪৪৪ || জুন ২০২৩

হাসিবুল ইসলাম - লালমনিরহাট

৬১৭৪. প্রশ্ন

আমার দাদার উপর হজ্ব ফরয হওয়া সত্ত্বেও অসুস্থতার কারণে তিনি হজ্বে যেতে পারছিলেন না। এই বছর তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন। তাই তিনি এই বছর হজ্বে যেতে চাচ্ছেন। তবে বার্ধক্যের কারণে দাদার জন্য হাঁটা খুব কষ্টকর। বিশেষ করে ভিড়ের মধ্যে মাতাফে পায়ে হেঁটে তাওয়াফ করা তার জন্য প্রায় অসম্ভব। এখন আমি জানতে চাচ্ছি, আমার দাদা যদি হুইলচেয়ারে বসে তাওয়াফ করেন তাহলে তার তাওয়াফ সহীহ হবে কি? এবং এর জন্য কোনো জরিমানা দিতে হবে কি?

উত্তর

আপনার দাদা যেহেতু পায়ে হেঁটে তাওয়াফ করার সক্ষমতা রাখেন না, তাই তার জন্য হুইলচেয়ারে বসে তাওয়াফ করা জায়েয হবে। এজন্য তার উপর কোনো জরিমানা আসবে না। কেননা পায়ে হেঁটে তাওয়াফ করার শক্তি না থাকলে হুইলচেয়ার বা বাহনে চড়ে তাওয়াফ করা জায়েয।

সহীহ বুখারী, হাদীস ১৬৩৩; আলমাবসূত, সারাখসী ৪/৪৪; বাদায়েউস সানায়ে ২/৩০৭; ফাতহুল কাদীর ২/৩৯০; আলবাহরুল আমীক ২/১১৪৩; গুনইয়াতুন নাসিক, পৃ. ১১৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন