শাওয়াল ১৪৪৪ || মে ২০২৩

ফয়েজ উদ্দিন - পাঁচবিবি, জয়পুরহাট

৬১৬০. প্রশ্ন

প্রায় সাত বছর যাবৎ আমার আম্মার মালিকানায় ভরণ-পোষণের অতিরিক্ত দুই বিঘা জমি রয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় দশ লক্ষ টাকা। আমার নানার মৃত্যুর পর মিরাছসূত্রে তিনি ওই জমির মালিক হয়েছেন। কিন্তু মাসআলা না জানার কারণে বিগত বছরগুলোতে তিনি কুরবানী আদায় করেননি। তাই এখন আমার আম্মার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আম্মার জন্য করণীয় হল, বিগত সাত বছরের প্রত্যেক বছরের অনাদায়ী ওয়াজিব কুরবানীর জন্য কুরবানীযোগ্য ন্যূনতম এক বছর বয়সী ছাগলের মূল্য গরীব-মিসকীনকে সদকা করা।

বাদায়েউস সানায়ে ৪/২০৩; আলমুহীতুল বুরহানী ৮/৪৬৪; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/১৭৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৬; রদ্দুল মুহতার ৬/৩২১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন