শাওয়াল ১৪৪৪ || মে ২০২৩

মুহাম্মাদ আবদুর রহীম - বগুড়া

৬১৫৭. প্রশ্ন

আমি বাজারে একটি দোকান ভাড়া নিয়ে মোবাইল ফোন ইত্যাদি সার্ভিসিং করি। কয়েকদিন আগে রাতের বেলা আগুন লেগে আমার দোকানসহ কয়েকটি দোকান পুড়ে যায়। আমাদের ধারণা কেউ শত্রুতা বশতঃ এমন অগ্নিকাণ্ড ঘটিয়েছে। অনেক চেষ্টা সত্ত্বেও তার কোনো সন্ধান মেলেনি। ঐ সময় আমার দোকানে মেরামতের জন্য দামি কয়েকটি মোবাইল ছিল। এখন মোবাইলের মালিকগণ আমার কাছ থেকে সেগুলোর ক্ষতিপূরণ দাবি করছেন।

তাই হুজুরের নিকট জানার বিষয় হল, মোবাইলের মালিকগণকে ক্ষতিপূরণ দেওয়া কি আমার জন্য আবশ্যক? এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আকস্মিক অগ্নিকাণ্ডে যেহেতু মোবাইলগুলো পুড়ে গেছে। তাই আপনার উপর এর ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক নয়। কেননা মোবাইলগুলো পুড়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো হাত ছিল না; বরং আকস্মিক অগ্নিকাণ্ডে তা পুড়ে গেছে। তাই এর দায় আপনার উপর আসবে না।

কিতাবুল আছল ৩/৬১; বাদায়েউস সানায়ে ৪/৭২; আলমুহীতুর রাযাবী ৬/৫৫৪; রদ্দুল মুহতার ৬/৬৫ ও ৬২; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৭২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন