রবিউল আখির ১৪২৮ || মে ২০০৭

মোহাম্মাদ মেহেদী হাসান - বেলম্বর, হাজিগঞ্জ, চাঁদপুর

০৯৬৩. প্রশ্ন

আমাদের মসজিদের ছাদের উপর মোবাইল কোম্পানি একটি টাওয়ার বসাতে চায়। মসজিদ নির্মাণের সময় আমাদের এমন কোনো পরিকল্পনা ছিল না। বর্তমানে ভাড়ার বিনিময়ে এটা বসানো জায়েয হবে কি না এবং এর অর্থ মসজিদের কাজে লাগানো যাবে কি না?

উত্তর

মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ তাআলার ঘরের যথাযথ সম্মান দেওয়া ঈমানের দাবি। তাই মসজিদের দেয়াল, ছাদ বা অন্য কোনো অংশ ভাড়া দেওয়া নাজায়েয। এতে আল্লাহ তাআলার ঘরের অসম্মানী হয়। সুতরাং মসজিদের ছাদে মোবাইল কোম্পানির টাওয়ারের জন্য অনুমতি দেওয়া বা ভাড়া দেওয়া জায়েয হবে না। কর্তৃপক্ষের জন্য এ ধরনের চুক্তি থেকে বিরত থাকা জরুরি। মুসল্লিগণও এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে যেন মসজিদের মান ক্ষুণ্ন হওয়ার মতো কোনো কাজ না হয়।

-ফাতাওয়া খানিয়া ৩/২৯৩; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৮২; আলবাহরুর রায়েক ৫/২৫১; রদ্দুল মুহতার ৪/৩৫৮; আলমুহীতুল বুরহানী ৯/১২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন