রবিউল আখির ১৪২৮ || মে ২০০৭

মোহাম্মাদ আলী - মনপুরা, কচুয়া, চাঁদপুর

০৯৬১. প্রশ্ন

আমার চক্ষু অপারেশনের কারণে ইশারা করে নামায পড়ি। এই অবস্থায় আমি কি দাঁড়িয়ে নামায আদায় করব না বসে আদায় করব?

উত্তর

স্বাভাবিকভাবে আদায়ে অক্ষম বা মাজু ব্যক্তির জন্য দাঁড়িয়ে ইশারায় নামায পড়ার চেয়ে বসে ইশারা করে নামায পড়া উত্তম।

-ফাতহুল কাদীর ২/৭; ফাতাওয়া খানিয়া ১/১৭১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৫; তাবয়ীনুল হাকায়েক ১/২০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন