শাবান-রমযান ১৪৪৪ || মার্চ-এপ্রিল ২০২৩

সফওয়ান হাবিব - মিরপুর, ঢাকা

৬১২৯. প্রশ্ন

আমি গত বছর নভেম্বর মাসের শুরুতে নেসাব পরিমাণ সম্পদের মালিক হই। আমার ইচ্ছা ছিল, এ বছর নভেম্বর মাসে আমার সম্পদের হিসাব করে যাকাত আদায় করব। কিন্তু আমার এক বন্ধুর কাছে শুনলাম, যাকাতের বছর নাকি চান্দ্রবর্ষ অনুযায়ী গণনা করতে হয়। হুজুরের কাছে জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক?

উত্তর

হাঁ, আপনার বন্ধু ঠিক বলেছে। যাকাতবর্ষের হিসাব চান্দ্রবর্ষ অনুযায়ী করতে হয়; সৌরবর্ষ অনুযায়ী নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে গত বছরের নভেম্বর মাসের শুরুতে চান্দ্রমাসের কত তারিখ ছিল তা জেনে সে অনুযায়ী বছর গণনা করতে হবে।

ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৩৭০; ফাতহুল কাদীর ৪/১৩২; আলবাহরুর রায়েক ২/২০৩; আদ্দুররুল মুখতার ২/২৯৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন