শাবান-রমযান ১৪৪৪ || মার্চ-এপ্রিল ২০২৩

মহবুব এলাহী - কক্সবাজার

৬১২২. প্রশ্ন

আমি গত রমযানে ১০ দিন ইতিকাফে থাকার মান্নত করেছিলাম। কিন্তু যে কোনো কারণে উক্ত মাসে ইতিকাফে থাকা হয়নি। আমি চাচ্ছি, আগামী রমযানে এর পরিবর্তে ১০ দিন ইতিকাফে থাকব। হযরতের কাছে জানার বিষয় হল, উক্ত মান্নতকৃত ইতিকাফের কাযা সামনের রমযানে আদায় করা যাবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

বিগত রমযানের মান্নত ইতিকাফের কাযা পরবর্তী রমযানে আদায় করা যাবে না। বরং রমযান ছাড়া অন্য কোনো মাসে তা কাযা আদায় করতে হবে। কেননা কোনো নির্দিষ্ট রমযানে ইতিকাফের মান্নত করলে এবং সে সময় তা আদায় করতে না পারলে পরবর্তীতে নফল রোযাসহ আদায় করা আবশ্যক হয়ে যায়। একারণেই পরবর্তী রমযানে মান্নতের উক্ত কাযা ইতিকাফটি আদায় করা যাবে না।

কিতাবুল আছল ২/১৯৭; ফাতাওয়া সিরাজিয়্যাহ, পৃ. ১৭৩; আলমুহীতুর রাযাবী ২/৬১; ফাতাওয়া খানিয়া ১/২২৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭০; আলবাহরুর রায়েক ২/৩০০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন