রবিউল আউয়াল ১৪২৮ || এপ্রিল ২০০৭

এ,কে,এম আমীমুল ইহসান - নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুর

৯৩৩. প্রশ্ন

আমি এক ঈদগাহের ইমাম সাহেবকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি ফিতরা আদায় না করে তাহলে ওই ব্যক্তির সাথে কুরবানী করলে কারো কুরবানী হবে না। এই উক্তিকে ইসলামী শরীয়ত কি সমর্থন করে? দলীলপ্রমাণ দিয়ে জানালে উপকৃত হব।

উত্তর

ফিতরা ও কুরবানী সম্পূর্ণ ভিন্ন দুটি আমল। একটির জন্য অপরটি শর্ত নয়। সুতরাং ফিতরা আদায় না করলে তার এবং তার শরীকের কারো কুরবানী আদায় হবে না কথাটি ভুল। হাঁ কেউ ফিতরা আদায় না করে থাকলে পরে যে কোনো সময় দিয়ে দিলে তা আদায় হয়ে যাবে। যদিও বিনা ওজরে বিলম্ব করা অনুচিত।

উল্লেখ্য, শরীয়তের হুকুম আহকাম সঠিকভাবে বলা যেমন সওয়াবের কাজ তেমনি না জেনে বলা ভয়াবহ গুনাহ। তাই এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি।

-ফাতাওয়ায়ে শামী ২/৩৫৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন