রবিউল আউয়াল ১৪২৮ || এপ্রিল ২০০৭

যুবাইর আশরাফ - হেসামদ্দি, বরিশাল

০৯৩১. প্রশ্ন

আমাদের এলাকায় লাশ দাফন করার সময় গামলা বা টুকরিতে করে মহিলাদের জন্য ঘরে মাটি আনা হয়। তারা তাতে দুআ পড়ে ছুয়ে দেয়। পরে তা কবরে দেওয়া হয়। এই প্রচলনটি শরীয়তসম্মত কি না? এবং এতে তারা দাফন কাজের সওয়াব পাবে কি না?

উত্তর

আপনাদের এলাকার ওই নিয়মটি অমূলক। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। সুতরাং তা অবশ্যই বর্জনীয়।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন