রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

সুলাইমান - ভোলা

৬০৯২. প্রশ্ন

আমার ৮টি সাইকেল আছে। সেগুলো আমি গ্রামের ছেলেদের কাছে ভাড়া দিয়ে থাকি। প্রতি ঘণ্টা ৩০ টাকা করে। এক ঘণ্টার জন্য সাইকেল নেওয়ার পর সে চালাক বা না চালাক তাকে ৩০ টাকা দিতে হবে এ ধরনের শর্ত থাকে। আর আমি সাধারণত সাইকেল দেওয়ার আগেই ভাড়া নিয়ে নিই। কিন্তু কখনো ঘণ্টা শেষ হওয়ার আগেই সাইকেল নষ্ট হয়ে যায়। যেমন চেইন ছিঁড়ে যায়, হাওয়া চলে যায় ইত্যাদি। তখন ওদের বাকি টাকা আর ফেরত দিই না।

জানতে চাই, এক্ষেত্রে ঘণ্টার বাকি সময়ের টাকা ফেরত দেওয়া কি আমার জন্য জরুরি? আশা করি জানিয়ে বাধিত করবেন।

উত্তর

পূর্ণ ভাড়া বৈধ হওয়ার জন্য ভাড়ার পুরো সময় সাইকেল ব্যবহার উপযোগী হতে হবে। তাই ভাড়ার সময়ের মধ্যে সাইকেল নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যবহার উপযোগী না থাকলে বাকি সময়ের ভাড়ার টাকা ফেরত দেওয়া কিংবা বাকি সময়ের জন্য আরেকটি সাইকেল দেওয়া আপনার জন্য আবশ্যক। কেননা, ভাড়ায় প্রদত্ত সাইকেলটি যতটুকু সময় ব্যবহার উপযোগী থাকবে, ততটুকু সময়ের ভাড়াই আপনার প্রাপ্য। এর অতিরিক্ত ভাড়া গ্রহণ করা আপনার জন্য বৈধ হবে না। তবে সাইকেলটি ব্যবহার উপযোগী হওয়া সত্ত্বেও কেউ যদি ঘণ্টা শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় সাইকেল জমা দিয়ে দেয় কিংবা ব্যবহার উপযোগী হওয়া সত্ত্বেও ব্যবহার না করে তবে পুরো টাকাই আপনার প্রাপ্য হবে।

-আলমাবসূত, সারাখসী ১৫/১১১; আলমুহীতুর রাযাবী ৬/৫০৬; আলমুহীতুল বুরহানী ১১/২২৩, ২২৫; আলবাহরুর রায়েক ৭/৩০৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৫৮; আদ্দুররুল মুখতার  ৬/১২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন