রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

জামিল আহমাদ - মান্দা, নওগাঁ

৬০৮১. প্রশ্ন

আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। কয়েকদিন আগে কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক কর্মচারিকে চারটি করে গেঞ্জি দেওয়া হয়। প্রতিটি গেঞ্জিতে বিড়ালের ছবি আছে। একদিন ডিউটির সময় ওই গেঞ্জি পরে নামায পড়তে যাই। তখন জনৈক মুসল্লী বলেন, ছবিওয়ালা গেঞ্জি পরিধান করে নামায পড়লে নামায হয় না। তাই মুহতারামের নিকট জানতে চাই, ছবিযুক্ত গেঞ্জি পরিধান করে নামায পড়লে কি নামাযের কোনো ক্ষতি হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

কাপড়ে প্রাণীর ছবি যদি স্পষ্ট হয় এবং দৃশ্যমান হয়, তাহলে সেই কাপড় পরে নামায পড়া মাকরূহে তাহরীমি। তবে কোনো কাপড় দ্বারা ওই ছবি ঢাকা থাকলে নামায মাকরূহ হবে না।

প্রকাশ থাকে যে, কোনো প্রাণীর স্পষ্ট দৃশ্যমান ছবিযুক্ত কাপড় নামাযের বাইরেও পরিধান করা গুনাহের কাজ। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক। হাদীস শরীফে এসেছে, আয়েশা রা. থেকে বর্ণিত-

أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَقُلْتُ: أَتُوبُ إِلَى اللهِ مِمَّا أَذْنَبْتُ، قَالَ: مَا هَذِهِ النُّمْرُقَةُ؟ قُلْتُ: لِتَجْلِسَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا، قَالَ: إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ، وَإِنَّ المَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ.

একবার আয়েশা রা. একটি ছবিযুক্ত গদি ক্রয় করলেন। (যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন) তখন তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন, ঘরের ভেতর প্রবেশ করলেন না। তখন আমি বললাম, আমি যে গুনাহ করেছি তা থেকে আল্লাহ তাআলার নিকট তাওবা করছি।

তিনি জিজ্ঞেস করলেন, এই গদি কীসের জন্য?

আমি বললাম, আপনি এতে বসবেন ও হেলান দিবেন।

তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই যারা এসব ছবি নির্মাণ করে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা তৈরি করেছ তাতে জীবন দান করো। তিনি আরো বলেন, নিশ্চয়ই যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করে না। (সহীহ বুখারী, হাদীস ৫৯৫৭)

-কিতাবুল আছল ১/১৮৫; আলআজনাস, নাতিফী ১/৭৬; আলহাবিল কুদসী ১/২০৯; আলবাহরুর রায়েক ২/২৭; রদ্দুল মুহতার ১/৬৪৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন