সফর ১৪২৮ || মার্চ ২০০৭

রুম্মান - বুয়েট, ঢাকা

৯১৩. প্রশ্ন

বিনা প্রয়োজনে গায়রে মাহরাম আত্মীয়দের সাথে সৌজন্যমূলক কথা বলা যাবে কি?

উত্তর

গায়রে মাহরাম পুরুষদের সাথে এমনভাবে কথাবাতার্ বলা নাজায়েয যা তাকে ওই নারীর প্রতি আকৃষ্ট করে। আর কথার কারণে আকর্ষণ সৃষ্টি না হলে প্রয়োজন বশত দুচারটি কথা বলার অবকাশ রয়েছে। যেমন, পদার্র ভিতর থেকে সালাম আদান-প্রদান, কুশলাদি জিজ্ঞাসা করা। তবে অপ্রয়োজনীয় কথাবার্তা সবার্বস্থায় এড়িয়ে চলাই কর্তব্য।

-সহীহ মুসলিম ২/১৩১; আহকামুল কুরআন, জাসসাস ৩/৩৫৯; তাফসীরে ইবনে কাসীর ৩/৫৩১; রদ্দুল মুহতার ১/৪০৬; ফাতহুল কাদীর ১/২৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন