জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

শরীফুল আলম - উত্তরা, ঢাকা

৬০৬৬. প্রশ্ন

কিছুদিন আগে আমি একটি বিপদে পড়ে যাই। তখন মানত করি, আল্লাহ তাআলা যদি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করেন তাহলে সামনের কুরবানীতে আমি একটি খাসি কুরবানী দেব। আল্লাহ তাআলার মেহেরবানীতে আমি উক্ত বিপদ থেকে মুক্তি পাই।

জানার বিষয় হল, সামনের কুরবানীতে আমি প্রতি বছর আমার যে ওয়াজিব কুরবানী আদায় করি, সেই কুরবানী দ্বারাই কি আমার ওই মানত আদায় হয়ে যাবে, নাকি আমাকে ভিন্ন ভিন্ন দুটি কুরবানী করতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে উক্ত মানতের জন্য ভিন্ন একটি কুরবানী করতে হবে। আর প্রতি বছর যে ওয়াজিব কুরবানী দেন তাও আদায় করতে হবে। ওয়াজিব কুরবানী আদায় করার দ্বারা মানতের কুরবানী আদায় হয়ে যাবে না।

-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৭৮; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৯২; রদ্দুল মুহতার ৬/৩২৫; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন