জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

মুহীউদ্দীন - কটিয়াদী, কিশোরগঞ্জ

৬০৬২. প্রশ্ন

দেশের প্রচলিত প্রথা হিসেবে এক ব্যক্তি একটি গরু বা ছাগল (কিনে হোক বা গরুওয়ালার পালের হোক) অন্য এক ব্যক্তিকে পালতে দিল। পালনেওয়ালা তার নিজ বাড়িতে গরুটিকে লালন-পালন করবে। এক্ষেত্রে গরুর খাবার ও শ্রম পালনেওয়ালার দায়িত্বে। যখন গরু বিক্রির সময় হবে তখন গরুর মালিক তার ক্রয়ের মূল্য বাদ দিয়ে বাকি টাকা অর্ধেক হারে ভাগাভাগি করে নেবে। যদি গাভী হয় তবে প্রথম প্রসবের বাছুর পালনেওয়ালা রেখে দেবে এবং গাভীটা মালিককে দিয়ে দেবে। জানার বিষয়  হল, শরীয়তে এভাবে গরু বা ছাগল ভাগে নেওয়া বা দেওয়ার অনুমতি আছে কি না।

উত্তর

প্রশ্নোল্লিখিত পদ্ধতিতে গরু-ছাগল ভাগে লালন-পালনের জন্য দেওয়া শরীয়তসম্মত নয়। এটি শরীয়তের ইজারা নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণও নয়। কেউ এভাবে চুক্তি করে ফেললে চুক্তিটি এভাবে সংশোধন করে নেবে যে, লালন-পালনকারী তার ন্যায্য পারিশ্রমিক পাবে। আর পশুর খরচ ও চিকিৎসা ইত্যাদি বাবদ যা খরচ হবে তা মালিককে পরিশোধ করতে হবে। আর গরু-ছাগলের মূল্য বা প্রসবকৃত বাছুর সবই এককভাবে মালিকের হবে।

উল্লেখ্য, গরু-ছাগল বা অন্যান্য পশু কাউকে পালতে দিলে শুরুতেই শরীয়তসম্মতভাবে চুক্তি করে নেয়া আবশ্যক। সে চুক্তিতে পালনকারী ব্যক্তির পারিশ্রমিকও সুনির্ধারিত থাকতে হবে এবং অন্যান্য বিষয়াদিও বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

-আলমুহীতুল বুরহানী ৮/৩৯৯; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; ফাতাওয়া খানিয়া ২/৩৩০; ফাতাওয়া তাতারখানিয়া ৭/৫০৫; রদ্দুল মুহতার ৪/৩২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন