জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

মুহাম্মাদ আফফান - কুমিল্লা

৬০৪৫. প্রশ্ন

আমাদের মসজিদে যখনই কোনো জানাযা আসে, আর ঐ জানাযায় মৃত ব্যক্তির  এমন কোনো ওলি উপস্থিত থাকে, যে সঠিকভাবে জানাযার নামায পড়তে পারে, তখন এ নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়- মৃত ব্যক্তির জানাযা পড়ানোর কে বেশি হকদার; ওলি না মহল্লার ইমাম? কেউ বলে, ওলি বেশি হকদার। কেউ বলে, মহল্লার ইমাম। আশা করি সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর

জানাযার নামাযে যদি ওলি এবং মহল্লার ইমাম উভয়েই উপস্থিত থাকে, তাহলে ইলম-আমলে যে বেশি অগ্রসর সে জানাযা পড়ানোর বেশি হকদার। তাই যদি মহল্লার ইমাম ইলম-আমলে বেশি অগ্রসর হন তাহলে ইমামই জানাযা পড়ানোর বেশি হকদার হবেন। 

-কিতাবুল আছার, বর্ণনা ২৩৭; কিতাবুল আছল ১/৩৪৯; হালবাতুল মুজাল্লী ২/৬১৮; আলবাহরুর রায়েক ২/১৮০; খুলাসাতুল ফাতাওয়া ১/২২২; ফাতহুল কাদীর ২/৮১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন