জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

সিরাজুল ইসলাম - কুষ্টিয়া

৬০৪৪. প্রশ্ন

ওযরের কারণে কিছুদিন চেয়ারে বসে নামায পড়তে হয়। একদিন ফজরের নামাযের সময় চেয়ারে বসে জামাতের অপেক্ষা করছিলাম। একপর্যায়ে তাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। ইকামতের শব্দে ঘুম ভাঙলে তৎক্ষণাৎ জামাতে শরীক হই। আমার জানার বিষয় হল, এভাবে চেয়ারে বসে ঘুমানোর কারণে আমার ওযু ভেঙে গিয়েছিল কি না?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু ভাঙেনি। কেননা চেয়ারে বসে হেলান দিয়ে ঘুমানোর সময় যদি কোমরের নিচের অংশ আসনের সাথে লেগে থাকে তাহলে ওযু ভাঙবে না। 

-মাবসূত, সরাখসী ১/৭৯; উয়ূনুল মাসায়েল, পৃ. ১৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯; ফাতহুল কাদীর ১/৪৩১; আলগায়া, আবুল আব্বাস সারুজী ১/১৫২; দুরারুল হুক্কাম ১/১৫; রদ্দুল মুহতার ১/১৪১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন