জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

সামীউল ইসলাম - কুষ্টিয়া

৬০৩২. প্রশ্ন

একবার ফরয গোসল করে নামায আদায় করি। নামাযের পর দাঁতের ফাঁক থেকে গোশতের টুকরাজাতীয় খাবার বের হয়। আমার জানার বিষয় হল, গোশতের সেই টুকরা দাঁতের ফাঁকে বিদ্যমান থাকা অবস্থায় কি আমার গোসল পূর্ণ হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ভালোভাবে কুলি করলে পানি মুখের সব অংশেই পৌঁছে যায়। সাধারণত দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার ভেতরে পানি পৌঁছতে বাঁধা হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার গোসল পূর্ণ হয়েছে বলে ধর্তব্য হবে এবং উক্ত নামাযও সহীহ হয়েছে বলে গণ্য হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ ১/১৮; খিযানাতুল আকমাল ১/২১৪; আততাজনীস ওয়াল মাযীদ ১/১৬০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৫২; আলমুহীতুর রাযাবী ১/১০৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন